গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্মান উপজেলার তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ছেলে। তিনি তাজনগর ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে রুম্মান মিয়া লিমন বিয়ে করেন। সেই নববধূ রেখে আজ মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে বটবটি ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোকলেছুর রহমান।
বিডি প্রতিদিন/এএ