ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সামরিক ব্যয় বৃদ্ধির জন্য ইরানের আইন প্রণেতারা সংসদে একটি বিল উত্থাপন করছেন।
রবিবার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সংসদীয় কমিটি আইনটির সাধারণ রূপরেখা অনুমোদন করেছে।
কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠকে বিলটি অনুমোদিত হয়েছে।
রেজায়ি বলেছেন, তেহরানের প্রতিনিধি আলী খেজরিয়ানের পৃষ্ঠপোষকতায় তৈরি এই বিলটি ১২০ জন আইন প্রণেতার সমর্থন পেয়েছে।
অধিবেশন চলাকালীন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয় দেশের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণের জন্য বর্ধিত বাজেটের সম্পদ খুঁজছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল