যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়া মানুষদের উদ্ধার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। ফের বন্যার শঙ্কা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারীরা।
রবিবার সকালে নতুন সতর্কতায় বলা হয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাত আবারও বিপর্যকর পরিস্থিতি ডেকে আনতে পারে।
এই মাসের শুরুতে বন্যার পর থেকে এই প্রথম বৈরি আবহাওয়ার কারণে নতুন দফায় অনুসন্ধান স্থগিত করা হয়েছে।
ইনগ্রাম ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা অনুসন্ধান দলগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কের কাউন্টির গুয়াডালুপ নদীর করিডোরটি অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন। সতর্ক করে দিয়ে বলেছেন, আকস্মিক বন্যার আশঙ্কা বেশি।
অনুসন্ধান ও উদ্ধারকারী দল ৪ জুলাইয়ের সপ্তাহান্তে বন্যায় নিখোঁজদের সন্ধান করছে। যেখানে কমপক্ষে ১২৯ জন মারা গেছেন এবং ১৭০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।
রবিবার ভারী বৃষ্টিপাতের সাথে সাথে জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাসকারীরা সতর্ক করে দিয়েছিলেন, রবিবার বিকেল নাগাদ গুয়াডালুপ নদীর পানি প্রায় ১৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যা বন্যার স্তর থেকে প্রায় পাঁচ ফুট উপরে এবং হান্টের কাছে হাইওয়ে ৩৯ সেতুটি পানির নিচে ডুবে যাওয়ার জন্য যথেষ্ট।
৪ জুলাই ভোর হওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই গুয়াডালুপ নদীর ওপর ধ্বংসাত্মক, দ্রুতগতির পানির স্রোত ২৬ ফুট উপরে উঠে যায়। ফলে ঘরবাড়ি এবং যানবাহন ভেসে যায়। তখন থেকে, অনুসন্ধানকারীরা হেলিকপ্টার, নৌকা এবং ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের সন্ধান করছে।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুল