উইম্বলডনের ঐতিহাসিক ঘাসের কোর্টে লেখা হলো নতুন ইতিহাস। টেনিস বিশ্বে উদীয়মান তারকা হিসেবে আবির্ভূত হলেন ইতালির ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।
সেন্টার কোর্টে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার।
ম্যাচ শেষে প্রতিপক্ষ আলকারাজের প্রশংসা করে সিনার বলেন, 'তুমি দারুণ একজন খেলোয়াড়। তোমার সঙ্গে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। এই ট্রফিটা আমি রেখে দিচ্ছি, কারণ তোমার তো এরই মধ্যে দুইটা আছে!'
পরিবার ও দলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন,'আমার বাবা-মা, ভাই এবং পুরো টিম আজ এখানে ছিল—এটা আমার জন্য অনেক স্পেশাল। আমার ভাই তো এসেছে, কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস নেই।'
মাত্র এক মাস আগে, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ঠিক এই আলকারাজের কাছেই পরাজিত হয়েছিলেন সিনার। সেই হারকে প্রেরণা হিসেবে নিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি। আর উইম্বলডনের ফাইনালে সে প্রস্তুতির চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটান এই তরুণ তারকা।
বিডি প্রতিদিন/মুসা