১৩ আগস্ট, ২০২২ ১৩:০৮

মার্কিন তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ, গ্রিস থেকে দেশে ফিরছে ইরানি সেই ট্যাংকার

অনলাইন ডেস্ক

মার্কিন তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ, গ্রিস থেকে দেশে ফিরছে ইরানি সেই ট্যাংকার

প্রতীকী ছবি

গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের যে তেলবাহী ট্যাঙ্কার আটক করা হয়েছিল সেই ট্যাংকার খুব শিগগিরই দেশে ফিরে আসবে। গ্রিসে অবস্থিত ইরানি দূতাবাস শুক্রবার এক টুইটে এই কথা জানিয়েছেন।

মার্কিন চাপে পড়ে গত এপ্রিল মাসে গ্রিস কর্তৃপক্ষ লানা নামে ইরানের একটি তেল ট্যাংকার আটক করেছিল। কিন্তু পরবর্তীতে পারস্য উপসাগর থেকে ইরানের হাতেও গ্রিসের দুটি তেল ট্যাংকার আটক হয়। পাশাপাশি ইরানি তেল ট্যাংকার মুক্ত করার জন্য তেহরানের পক্ষ থেকে গ্রিসের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। গ্রিস সরকার বাধ্য হয়ে আদালতের মাধ্যমে ইরানি তেল ট্যাংকার মুক্ত করার ঘোষণা দেয়।

তার আগেই ইরানি টাংকার থেকে তেল খালাস করে আমেরিকার একটি জাহাজে ভরা হয়। কিন্তু গ্রিসের আদালত তেলসহ ইরানি ট্যাংকার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানের দূতাবাস শুক্রবার টুইটে বলেছে, লানা ট্যাংকারে তেল ফেরত আনার কার্যক্রম চলছে এবং খুব শিগগিরই জাহাজটি পুরো তেল নিয়ে দেশের উদ্দেশ্যে ফিরে আসবে।

ইরানি তেল ট্যাংকার আটকের পর তেহরান গ্রিসের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্সকে’ তলব করে। একইভাবে সুইজারল্যান্ডের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্সকে’ তলব করে আমেরিকার মুক্ত বাণিজ্য আইন লঙ্ঘনের কঠোর প্রতিবাদ জানায়। সুইজারল্যান্ডের দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে। সূত্র: প্রেসটিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর