ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (৬২) রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। একাধিক শারীরিক সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন রবিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৬২ বছর। কয়েক দিন আগে তিনি একটি জুতা সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। একদিনে তিনি লাভ করেন ২২১ কোটি রুপি। ক’দিন আগেই আকাশে ওড়ে তারই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের ‘ওয়ারেন বাফে’। মহামারির সময় যখন বিশ্বের বেশিরভাগ সংস্থার লোকসান হচ্ছে, তখনও রাকেশের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। ১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার রুপি দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন রাকেশ। ২০১৮ সালের সেপ্টেম্বরে রুপির অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটিতে।
উল্লেখ্য, ১৯৬০ সালের ৫ জুলাই হায়দরাবাদের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাকেশের। পরে তার বেড়ে ওঠা মুম্বাইয়ে। সিডেনহ্যাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পরে রাকেশের পরবর্তী গন্তব্য ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া।
কলেজে পড়ার সময়েই রাকেশের আগ্রহ ছিল স্টক মার্কেট নিয়ে। অতঃপর, শেয়ার বাজারে বিনিয়োগের দৌলতেই তিনি হয়ে ওঠেন কিংবদন্তি। এই ধনকুবের ১৯৮৭ সালে রেখা ঝুনঝুনওয়ালাকে বিয়ে করেন। তাদের এক কন্যা এবং যমজ পুত্র রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক