ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত ৩ জন সেনা নিহত হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে পৃথকস্থানে একাধিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
সানা নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র রাজধানী দামাস্কাস এবং উপকূল প্রদেশ তারতুসে আঘাত হানে। এতে তিন সেনা নিহত ছাড়াও আহত হন কয়েকজন।
খবর অনুসারে, সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দামাস্কাসে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পূর্বদিক থেকে হামলা করা হয়। অন্যদিকে তারতুসে হামলা করা হয় ভূমধ্যসাগর এলাকা থেকে। সেনা নিহত ছাড়াও হামলায় বস্তুগত কিছু ক্ষতি হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইসরায়েল আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার সরকারি সেনাদের ও ইরান সমর্থিত হিজবুল্লাহকে টার্গেট করে শত শত হামলা চালিয়েছে।
ইসরায়েল সিরিয়ায় হামলা নিয়ে খুব কমই মন্তব্য করে। তবে ইহুদি সেনাবাহিনী দাবি করে, ইরান যেন তাদের দেশের কাছে শক্ত ঘাঁটি স্থাপন না করতে পারে এজন্য তারা হামলা চালান।
বিডিপ্রতিদিন/কবিরুল