১৫ আগস্ট, ২০২২ ১১:৪০

‘হ্যালো’ নয়, ফোন ধরে বলতে হবে ‘বন্দে মাতরম’

অনলাইন ডেস্ক

‘হ্যালো’ নয়, ফোন ধরে বলতে হবে ‘বন্দে মাতরম’

বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার

ফোন তুলে আর ‘হ্যালো’ বলা যাবে না। তার জায়গায় বলতে হবে ‘বন্দে মাতরম’। ভারতের স্বাধীনতার ৭৬ তম দিবসে মহারাষ্ট্র সরকারের একজন মন্ত্রী এমন আদেশ চালু করার কথা বলেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, মহারাষ্ট্রে নতুন গঠিত সরকারে সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার। ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তা, আমলাসহ সরকারি কর্মকর্তাদের জন্য তিনি ফোন তুলে ‘হ্যালো’র বদলে ‘বন্দে মাতরম’ বলার নির্দেশ জারির কথা বলেন। এই মর্মে শিগগিরই সরকারি নির্দেশ জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ারের ভাষ্য, ‘হ্যালো’ একটি ইংরেজি শব্দ। সেটির ব্যবহার ত্যাগ করা প্রয়োজন। বন্দে মাতরম নেহাত কোনো শব্দ নয়। প্রত্যেক ভারতীয় এর আবেগ অনুভব করেন।

হ্যালোর পরিবর্তে ‘বন্দে মাতরম’ চালু নিয়ে সুধীরের যুক্তি–স্বাধীনতার ৭৬তম বছরে পা রাখতে চলেছি আমরা। স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। তাই হ্যালোর বদলে সকলে ফোন ধরে বন্দে মাতরম বলুক।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর