১৫ আগস্ট, ২০২২ ১৭:২০

তাইওয়ানের কাছে আবারও ‘ক্ষুব্ধ’ চীনের মহড়া

অনলাইন ডেস্ক

তাইওয়ানের কাছে আবারও ‘ক্ষুব্ধ’ চীনের মহড়া

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ১২ দিনের মাথাতেই তাইওয়ান সফরে গেছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল। এর প্রতিক্রিয়া তাইওয়ানের নিকটবর্তী এলাকায় আবারও মহড়া চালানোর কথা জানিয়েছে চীনের সেনাবাহিনী।

চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র শি ই জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের রাজনৈতিক কৌশল এবং শান্তি-স্থিতিশীলতা অবমূল্যায়নের বিপরীতে এটা গভীর প্রতিক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘চীন দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করবে।’

বর্তমানে স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবেই দাবি করে আসা চীন যেকোনো সময় সরাসরি এটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। 

বেইজিংয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র অখণ্ড চীন নীতির বিরোধিতা করছে। বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তাইওয়ানে পৌঁছান রবিবারে। সোমবার তারা প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এর সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর