রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার জানিয়েছেন, মস্কো তার লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সাথে তাদের সম্পর্কের মূল্য দেবে এবং এসব অঞ্চলের রুশ মিত্রদের আধুনিক অস্ত্রে সজ্জিত করতেও তারা প্রস্তুত।
মস্কোর একটি অস্ত্র প্রদর্শনীতে পুতিন এসব কথা বলেন। তিনি ঘোষণা দিয়েছেন রুশমনস্ক দেশগুলোর সাথে আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র শেয়ার করতে প্রস্তুত রাশিয়া।
পুতিন বলেন, ‘আমরা আমাদের মিত্রদের অত্যাধুনিক অস্ত্র, ছোট অস্ত্র থেকে সাঁজোয়া যান, আর্টিলারি টু কম্বাট অ্যাভিয়েশন এবং অনামি আকাশযানও দেওয়ার প্রস্তাব দিতে প্রস্তুত।’
এর আগে এক চিঠিতে উত্তর কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দেন পুতিন। জানিয়েছেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় উত্তর কোরিয়ার সাথে একযোগে কাজ করবে তার দেশ।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল