১৬ আগস্ট, ২০২২ ০৮:৩২

সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরীফ

অনলাইন ডেস্ক

সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরীফ

নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেপ্টেম্বরে দেশে ফিরতে পারেন। পাকিস্তান সরকারের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ও মুসলিম লিগ-এন এর নেতা জাভেদ লতিফ সোমবার এই তথ্য জানিয়েছেন।

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরীফ ২০১৯ সালে ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন লন্ডনে চিকিৎসার জন্য যান।  এরপর আর পাকিস্তানে ফেরেননি তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জাভেদ লতিফ জানান, চিকিৎসকরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী নওয়াজ শরীফ সেপ্টেম্বরে দেশে ফিরছেন। তিনি বলেন, চিকিৎসকরা তাদের মত পরিবর্তন করেছেন। জনগণ হলো তাদের চিকিৎসক; জাতি সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরীফের ফিরে আসা উচিত।

২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে অ্যাভেনফিল্ড প্রপার্টিজ দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড এবং আট মিলিয়ন ডলার জরিমানা করা হয়। 

পরবর্তীতে ২০১৯ সালে তার সাজা স্থগিত করে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দেন লাহোরের উচ্চ আদালত। এরপর লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে আর ফিরে আসেননি তিনি। সূত্র: জিও নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর