পাকিস্তানে তেলের ট্যাংকারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টুর বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়েতে তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয়।
সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারটি কয়েক হাজার লিটার পেট্রল বহন করছিল। বাস চালক ঘুমিয়ে পড়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল