তুরস্কের বিমান হামলায় অন্তত ৩ সিরীয় সেনা নিহত এবং আহত হয়েছে আরও ৬ জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সানা’ সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনীও এই হামলার পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করেছে দামেস্ক। ‘সানা’র প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের সামরিক বস্তু লক্ষ্য করে যেকোন হামলার সরাসরি ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’
জানা যায়, কোবানা শহরে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স-এসডিএফকে লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে তুরস্ক।
বিট্রিশ ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়া অবজারভাটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের অভিযানে অন্তত ১৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও আট জন। তবে তাদের মধ্যে কোন সিরিয়ান সেনা আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল