১৮ আগস্ট, ২০২২ ১৯:০৬

দুই রুশ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে, অভিযোগ ফিনল্যান্ডের

অনলাইন ডেস্ক

দুই রুশ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে, অভিযোগ ফিনল্যান্ডের

রাশিয়ার একটি মিগ-৩১ যুদ্ধবিমান

রাশিয়ার দুইটি যুদ্ধবিমান ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ তুলে বলেছে, দুইটি মিগ-৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ডের উপসাগর পরোভুর আকাশসীমা লঙ্ঘন করে।

ঘটনার পরপরই অভিযানিক ফ্লাইট মিশন পাঠানো হয় উল্লেখ করে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী একটি প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনা ঘটে। বিমান দুটি দুই মিনিট অবস্থান করে এক কিলোমিটার পশ্চিমে চলে যায়।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩শ কিলোমিটার সীমানা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করেছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল     

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর