ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ছয় মাস অতিক্রম করেছে। গত ছয় মাস ধরে দু'দেশের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে।
ইউক্রেনকে যৌথভাবে মাইক্রো ড্রোন দেয়ার পাশাপাশি এবার মাইনহান্টার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য।
নিরাপদে শস্য সরবরাহ নিশ্চিত করতে এবং সমুদ্র তলদেশের মাইন সরাতে সহায়তা করার জন্য ইউক্রেনকে ছয়টি মাইনহান্টার ড্রোন দিবে যুক্তরাজ্য।
শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল নেভি ইউক্রেনীয় নাবিকদের সাবঅ্যাক্যাটিক মাইনহান্টার সোনার-চালিত ড্রোন ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই ড্রোন ইউক্রেনের জলসীমার হুমকি মোকাবেলায় সহায়ক হবে বলে আশা পোষণ করেছেন তারা।
এর আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে যৌথভাবে মাইক্রো ড্রোন সরবরাহের কথা জানিয়েছে নরওয়ে ও যুক্তরাজ্য। এগুলো নজরদারি ও লক্ষ্যস্থল শনাক্তকরণে ব্যবহৃত হয় বলে জানিয়েছে তারা।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন