ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন বলেছেন, বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে ‘বল এখন ইরানের কোর্টে।’ সকল মতপার্থক্যের সমাধান না হলেও চুক্তি মোটে না হওয়ার থেকে আলোচনার টেবিলে থাকা ভালো।
২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন একটি খসড়া ইরানকে পাঠায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার খসড়ায় তাদের দাবির সঙ্গে কতটা গ্যাপ রয়েছে তার স্থির কোনো ইঙ্গিত দেয়নি। তবে তারা বলেছে, আরও কিছু দাবি আছে এবং তাদের ৩টি ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্রকে নমনীয় হতে হবে।
পরমাণু চুক্তি পুনরায় চালু করতে দীর্ঘ ১৬ মাস যাবত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করে ইউরোপীয় ইউনিয়ন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ম্যাঁক্রোন বলেন, চুক্তিতে পৌঁছাতে সামঞ্জস্য করতে আমাদের খুবই সতর্ক থাকতে হয়েছে। বল এখন ইরানের কোর্টে। আইএইএ ‘র অনন্য সাধারণ ইস্যু যাতে রাজনৈতিক চাপ দ্বারা প্রভাবিত না হয়, তার জন্য ফ্রান্স সংস্থাটিকে সমর্থন করবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: জেরুজালেম পোস্ট
বিডিপ্রতিদিন/কবিরুল