রাশিয়া সশস্ত্র বাহিনীতে সদস্যসংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। তবে এটা ইউক্রেন যুদ্ধে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে যুক্তরাজ্য। রবিবার ইউক্রেন যুদ্ধ নিয়ে এক বুলেটিনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশের সেনা বাড়ানো নিয়ে এক ডিক্রিতে সই করেন। ওই ডিক্রিতে বলা হয়– সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করা হবে যার অর্থ, নতুন করে ১ লাখ ৩৭ হাজার সেনা নিয়োগ করা হবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সেনা বৃদ্ধি রাশিয়ার যুদ্ধের সক্ষমতায় (কম্ব্যাট পাওয়ার) কোনো প্রভাব ফেলবে না। কারণ, যুদ্ধে রাশিয়া সেনা হারাচ্ছে।
বিবিসির খবরে দাবি করা হয়েছে, সেনা নিয়োগে দেশের কারাগারগুলোতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ। বাহিনীতে অন্তর্ভুক্ত করতে কারাবন্দীদের মুক্ত করা ও অর্থ প্রদানের আশ্বাস দিচ্ছে তারা। বর্তমান রাশিয়ার সেনা সংখ্যা ৯ লাখ।
ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও স্বেচ্ছাসেবী নিয়োগ কিংবা বাধ্যতামূলক নিয়োগের মাধ্যমে রাশিয়ার সেনা বৃদ্ধির পরিকল্পনার বাস্তবায়ন হবে কিনা তা স্পষ্ট নয়। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, বিগত ৬ মাসে ইউক্রেনে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা আহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল