তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন। বলা হচ্ছে, আজ রবিবার তাইওয়ানের আশপাশে ২৩টি চীনা বিমান ও আটটি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।
তাইওয়ানের অভিযোগ, চীনের এই সামরিক তৎপরতার মধ্যে আরও সাতটি চীনা বিমান অন্তর্ভুক্ত ছিল। যা তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। যদিও এ নিয়ে চীনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, উত্তেজনা বাড়িয়ে দুটি মার্কিন যুদ্ধজাহাজ রওনা হয়েছে তাইওয়ান উপকূলের দিকে বলে জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
আজ রবিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান সফর করার এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, দু’টি টিকন্ডেরোগা-শ্রেণির গাইডেড-মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রবিবার রুটিন ট্রানজিটে যাত্রা করেছে। ওই অঞ্চল দিয়ে নৌ চলাচল এবং আকাশসীমার স্বাধীনতা আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রযোজ্য।
বিডি-প্রতিদিন/শফিক