ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সফর করবেন। ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল পশ্চিমা শক্তিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসরায়েল বলছে, পরমাণু চুক্তি হলে ইরান সমর্থিত মিলিশিয়াদের ফান্ড পাওয়া সহজ হবে। আবার পরমাণু অস্ত্র উন্নয়ন থেকেও পিছু হটবে না তেহরান।
এএফপিকে ইসায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেস সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাবেন। তবে এর থেকে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
এর আগে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ইরানের সঙ্গে চুক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল