ইউক্রেন সেনাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্যারাগুয়েতে চলতি সপ্তাহে এই বৈঠক হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল গত সপ্তাহে বলেন, ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন কী করতে পারে আমাদের সেটা দেখতে হবে।
রুশ নাগরিকদের ভিসা বাতিল প্রসঙ্গে জোসেপ বোরেল বলেন, আসন্ন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সকল পররাষ্ট্রমন্ত্রীদের সর্বসমম্তভাবে রাশিয়ার নাগরিকদের ভিসা বাতিল প্রস্তাবে সমর্থন দেওয়ার সম্ভাবনা কম।
বিডিপ্রতিদিন/কবিরুল