যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটি তাইওয়ান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছেন। তাইওয়ান ইস্যুতে আনা একটি বিলের পক্ষে তারা ভোট দিয়েছেন। যে বিলটি পাস হলে নতুন রূপ নেবে তাইওয়ান-মার্কিন সম্পর্ক। যাতে তাওয়ানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার হার গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাবে।
এই পদক্ষেপের আওতায় তাইওয়ানকে শত শত কোটি ডলার নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
কয়েক শতাব্দি ধরে তাইওয়ানকে অস্ত্র দিয়েছে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু ‘তাইওয়ান পলিসি অ্যাক্ট ২০২২’ অনুযায়ী আগামী চার বছরে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সাড়ে চারশ’ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে। এর আওতায় চীনের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।
যদিও তাইওয়ান পলিসি অ্যাক্ট ২০২২ নিয়ে বাইডেন প্রশাসনের অনেকে উদ্বিগ্ন, তারা চীনে ক্রুদ্ধ প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে শঙ্কা আছেন। তারপরও বিলটিতে অনুমোদন দিয়েছে সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ১৭ সদস্য, বিরোধিতা করেছেন মাত্র ৫ জন।
তবে বিলটিকে আইনে পরিণত হতে এখনও সিনেটের অনুমোদন লাগবে। তবে প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে সই করবেন কিনা সে বিষয়ে হোয়াইট হাউজ এখনও কিছু জানায়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল