রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযানের উদ্দেশ্য সফল হবে না বলে দাবি করেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা।
পেন্টাগন ভিত্তিক গোয়েন্দাদের দাবি, পুতিন যে উদ্দেশ্যে ইউক্রেনে অভিযান শুরু করেছিলেন, তার সেনারা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।
ডিফেন্স ইন্টিলিজেন্স অ্যাজেন্সির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার শুক্রবার বলেন, ‘এখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি, পুতিন যে উদ্দেশে অভিযান পরিচালনা করেছিলেন সেখান থেকে সরে আসছেন।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই পরিষ্কার এখন, তিনি... যা করতে চেয়েছিলেন তিনি তা করতে পারছেন না।’
এই মার্কিন গোয়েন্দার দাবি, ‘রাশিয়া আসলে এটাকে অবরুদ্ধ রাখার পরিকল্পনা করেছিলেন, তারা আক্রমণ করতে চায়নি এবং আর সেটাই তাদের পিছিয়ে দিয়েছে।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল