ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরণের বিচ্যুতি ঘটেনি বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে বার বার স্বীকার করা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ লক্ষ্যে কোনো হেরফের হয়নি। কাজেই হৈচৈ করে লক্ষ্য হাসিল করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোহাম্মাদ ইসলামি আরও বলেন, যারা ইরানকে একঘরে করার লক্ষ্যে কাজ করছে তারা ইরানের নানা সাফল্যকে সহ্য করতে পারে না। ইরান সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হয়েছে, এটা অনেক বড় সাফল্য। বহু বছরের চেষ্টা-প্রচেষ্টার পর এই সাফল্য এসেছে এবং সংস্থাটির পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পাশ্চাত্য এবং ইহুদিবাদী ইসরাইলের চাপের মুখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সব সময় ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করে থাকে। ইরানের অঘোষিত পারমাণবিক কার্যক্রম রয়েছে বলে অভিযোগ উত্থাপন করে থাকে। কিন্তু ইরান ও আইএইএ'র মধ্যে সহযোগিতার যে রেকর্ড তা এই ধরণের অভিযোগের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক