২৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:১২

আলোচিত দুর্নীতির মামলা থেকে মরিয়ম নওয়াজকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

আলোচিত দুর্নীতির মামলা থেকে মরিয়ম নওয়াজকে অব্যাহতি

আলোচিত দুর্নীতির মামলা থেকে খালাস দেওয়া হলো পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বাবা নওয়াজ শরীফকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সহযোগিতা করার এই মামলায় মরিয়মেরস্বামী মুহাম্মদ সফদারকেও খালাস দিয়েছে ইসলামাবাদের হাইকোর্ট। খবর ডনের

জানা গেছে, আলোচিত এই মামলা থেকে অব্যাহতি পাওয়ায় এখন থেকে দেশটির যেকোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন মরিয়ম। বৃহস্পতিবারের রায়ের পরে গণমাধ্যমে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তানের ইতিহাসে অন্য কোনো নেতা তার বাবার মতো এত নিপীড়নের মুখোমুখি হননি, যা প্রমাণিত হয়েছে।

পাকিস্তানের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বাবা নওয়াজ শরীফকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য মরিয়মকে সাত বছরের ও তার স্বামীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই মামলায় নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

এ রায়ের পর ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজ শরীফকে জামিন দেওয়া হয়েছিল। এরপর তিনি লন্ডন গিয়ে আর দেশে ফেরেননি। এছাড়া ২০১৯ সালে মরিয়ম নওয়াজকেও জামানি দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর