৩০ সেপ্টেম্বর, ২০২২ ২০:৪৯

ন্যাটোতে যোগ দেওয়ার ‘ত্বরিৎ’ আবেদন ইউক্রেনের

অনলাইন ডেস্ক

ন্যাটোতে যোগ দেওয়ার ‘ত্বরিৎ’ আবেদন ইউক্রেনের

ইউক্রেনের চার অধিকৃত এলাকা রাশিয়ার অন্তর্ভূক্ত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, সামরিক জোট ন্যাটো যোগ ‘ত্বরিৎ’ আবেদন করেছে কিয়েভ।

শুক্রবার জেলেনস্কি বলেছেন, ‘ন্যাটো যোগদানের বিষয়টি দ্রুত তরান্বিত করতে আমরা আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ত্বরিৎ আবেদন বলতে জেলেনস্কি কী বুঝিয়েছেন এখনও সে বিষয়টি পরিষ্কার নয়। ন্যাটোতে যোগ দিতে গেলে জোটভুক্ত সব দেশের সদস্যদের অকুণ্ঠ সমর্থন লাগবে ইউক্রেনের।

জেলেনস্কি বলেন, ‘আমরা এরইমধ্যে জোটের সাথে সঙ্গতিপূর্ণ সক্ষমতার প্রমাণ দিয়েছি। এটা ইউক্রেনের জন্য বাস্তব, যুদ্ধক্ষেত্রের জন্যও বাস্তব এবং বাকি সব মিথস্ক্রিয়ার দিক থেকেই এটা বাস্তব।’ ‘আমরা একে অপরকে বিশ্বাস করি, আমরা একে অপরকে সাহায্য করি এবং আমরা একে অপরকে সুরক্ষা দেই। এটাই তো জোট (ন্যাটে)।’

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর