৪ অক্টোবর, ২০২২ ১৫:০১
সিএনএনের প্রতিবেদন

খারকিভে ব্যর্থতার জেরে কমান্ডারকে সরাল রাশিয়া

অনলাইন ডেস্ক

খারকিভে ব্যর্থতার জেরে কমান্ডারকে সরাল রাশিয়া

ইউক্রেনে ফেলে যাওয়ার রাশিয়ার সাঁজোয়া যান

রাশিয়ার পশ্চিম সামরিক জেলার (মিলিটারি ডিস্ট্রিক্ট) কমান্ডার আলেকজান্ডার ঝুরাভুলুভকে ব্যর্থতার জেরে সরিয়ে দিয়েছে মস্কো। সোমবার প্রাদেশিক রেজিস্ট্রি প্রকাশিত নথির মাধ্যমে এই তথ্য জানা যায়।

সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার পশ্চিম সামরিক জেলায় কর্নেল জেনারেল রোমানা বারদিনিকভকে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ব ইউক্রেনের অনেক অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর এমন সিদ্ধান্ত আসল।

রাশিয়ার পাঁচটি সামরিক জেলার মধ্যে পশ্চিম সামরিক জেলা অন্যতম। ইউক্রেনে অভিযানে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

খবর অনুসারে, আলেকজান্ডার ঝুরাভুলুভ ইউক্রেনের খারকিভ অঞ্চলে কমান্ডারের দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে এই অঞ্চলে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া একই সময়ে লাইম্যান শহর থেকেও পিছু হটে রুশ বাহিনী।

ইউক্রেনের খারকিভ অঞ্চলে মোতায়েনের পূর্বে আলেকজান্ডার ঝুরাভুলুভ সিরিয়ায় দায়িত্বে ছিলেন। তিনি রকেট আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর