৪ অক্টোবর, ২০২২ ২০:০৫

মাস্কের শান্তি প্রস্তাব: স্বাগত জানিয়েছে রাশিয়া, ইউক্রেনের প্রত্যাখান

অনলাইন ডেস্ক

মাস্কের শান্তি প্রস্তাব: স্বাগত জানিয়েছে রাশিয়া, ইউক্রেনের প্রত্যাখান

মার্কিন ধনকুবের টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের দেওয়া শান্তি চুক্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। যদিও এই প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়াকে পুরস্কৃত করতে চাইছেন মাস্ক।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ইলন মাস্কের মতো একজন ব্যক্তি এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন এটা খুবই ইতিবাচক দিক।’ ‘অন্যান্য পেশাদার কূটনীতিকদের তুলনায় মাস্ক ভালো পথে শান্তি অর্জন করতে চাইছেন এবং রাশিয়ার শর্ত মানা ছাড়া শান্তি অর্জন একেবারেই অসম্ভব।’

সোমবার এক টুইটে, ইলন মাস্ক প্রস্তাব করেছিলেন গত সপ্তাহে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে রাশিয়া গণভোট করেছে, সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। মাস্ক লিখেছেন, ‘মানুষ যদি চায়, সেখান থেকে রাশিয়া চলে যাবে।’

তিনি ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার বিষয়টিও স্বীকৃতি দিয়েছেন। টুইটে মাস্ক বলেছেন, ক্রিমিয়ায় যেন পানি সরবরাহ নিশ্চিত করা হয় এবং ইউক্রেন যেন নিরপেক্ষ আচরণ করে। নিজের পরিকল্পনার ব্যাপারে টুইটার ব্যবহারকারীদের হ্যাঁ অথবা না ভোট দিতেও বলেছেন ইলন মাস্ক।

তবে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার দখলদারিত্বকে কোনোভাবেই তারা বৈধতা দেবে না। আর অধিকৃত অঞ্চলে কোনো আইনগত গণভোটও হতে পারে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাস্কের টুইটের জবাবে বলেছেন, ‘কোন ইলন মাস্ককে আপনি বেশি পছন্দ করেন? যে ইউক্রেনকে সমর্থন করে নাকি যে রাশিয়াকে সমর্থন করে।’

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর