পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, দেশের রাজনীতি থেকে সশস্ত্র বাহিনী দূরে থেকেছে এবং ভবিষ্যতেও দূরে থাকবে।
ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে এক বক্তব্যে পাক সেনাপ্রধান এই মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রচলিত আছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা। আর দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হচ্ছে আসলে সেনাপ্রধান। এটাও বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রনীতি আর প্রতিরক্ষানীতি ঠিক হয় সেনা সদর দফতরে, সেখানে বেসামরিক প্রধানমন্ত্রীর কোন এখতিয়ারই নেই। যখনই পাকিস্তানে কোনো বেসামরিক সরকার ক্ষমতায় থেকেছে, সেটা যে রাজনৈতিক দলেরই হোক, তাদেরকে একটা আপোস বা সমঝোতা করতে হয়েছে সেনাবাহিনীর সঙ্গে। যদিও সেনাবাহিনী প্রকাশ্যে বলে যে, তারা রাজনীতির সঙ্গে নেই।
ওয়াশিংটনে পাকিস্তানের এই সেনাপ্রধান আগামী নভেম্বরে বাহিনীতে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর অবসরে যাবেন বলেও জানান।
কামার বাজওয়া দেশের অর্থনীতি নিয়ে বলেন, দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করা অংশীজনদের (স্টেকহোল্ডার) অগ্রাধিকার হওয়া উচিত। শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনীতি হয় না, শক্ত অর্থনীতি ছাড়া দেশ লক্ষ্য অর্জন করতেও পারে না।
বিডিপ্রতিদিন/কবিরুল