সমগ্র ইউক্রেনব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। সেখানে সামরিক কোনো বিষয় ছিল না। মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে মস্কোকে মূল্য পরিশোধে বাধ্য করা হবে।
গত শনিবার ক্রিমিয়ার কার্চ ব্রিজে বিস্ফোরণ ঘটে। ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দায়ী করেন। ব্রিজে বিস্ফোরণের জবাবে সোমবার রাশিয়ার ১২টি স্থাপনায় ৮৪টি ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এতে ১২ জনের বেশি নিহতসহ ইউক্রেনের অধিকাংশ অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়ে।
হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কিয়েভসহ সমগ্র ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সামরিক সম্পর্ক নেই এমন স্থাপনা ধ্বংস হয়েছে। পুতিন আবারও ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধে নৃশংসতা প্রদর্শন করেছে।’
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিতে প্রায় ১৬ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্রদান করেছে। সোমবার বিবৃতিতে বাইডেন যতক্ষণ প্রয়োজন ইউক্রেন এবং দেশটির জনগণের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল