রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ।
এক বিবৃতিতে এসবিইউ জানিয়েছে, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সীমানা লঙ্ঘন প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আইনের একটি ধারার আওতায় তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্যই ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, পার্লামেন্টের নিম্নকক্ষের চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন, উচ্চকক্ষের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো, নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভসহ দেশটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পরের মাসেই মেদভেদেভকে ওয়ান্টেড ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে ইউক্রেন।
মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ তালিকায় রাখার তথ্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ এত দিন কেন প্রকাশ করেনি, তা স্পষ্ট নয়। তথ্যটি কিয়েভ এখনই-বা কেন প্রকাশ করল, তা–ও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
সম্প্রতি রাজধানী কিয়েভসহ নগরের ব্যস্ততম এলাকা, পার্ক, পর্যটনকেন্দ্র, বৈদ্যুতিক স্থাপনায় অন্তত ৮৪টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। মেদভেদেভ জানিয়েছে, এটি হামলার প্রথম পর্ব মাত্র।
আর এই হামলার দু’দিন পরই মেদভেদেভ ‘ওয়ান্টেড তালিকায়’ রাখার কথা ঘোষণা করল ইউক্রেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম