ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি বলেছেন, শত্রু দেশের বিরুদ্ধে যেকোনও স্থানে আক্রমণ করবে ইরান।
আইআরজিসি নৌবাহিনীর ভূগর্ভস্থ ড্রোন হ্যাঙ্গার উন্মোচনের সময় জেনারেল সালামির এই সতর্কবাণী মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেকে লক্ষ্য করে। ইরানি পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ওয়াশিংটন ও তেলআবিব।
সালামি বলেন, আমাদের প্রতিরক্ষা মতবাদের একটি নীতি হল যে যে কোনও বিন্দু থেকে আমাদের শত্রুরা আমাদের স্বার্থ এবং লক্ষ্যের বিরুদ্ধে কাজ করে, আমরা সেই বিন্দু এবং অন্য যে কোনও বিন্দুকে লক্ষ্যবস্তু করে আঘাত করব।
তিনি আরও বলেন, আমরা ঘোষণা করছি যে যে কোনও ভূখণ্ডের যেকোনও স্থান আক্রমণের উৎস হয়ে উঠলে তা আমাদের জন্য আক্রমণের লক্ষ্যবস্তু হবে, যার অর্থ হল উৎপত্তিস্থল লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
জেনারেল সালামি ইরানিদের যেকোনো হুমকি মোকাবেলায় দেশের সামরিক সক্ষমতার বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় জাতির জানা উচিত যে আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি।
বৃহস্পতিবার উন্মোচিত ভূগর্ভস্থ ড্রোন হ্যাঙ্গারটি সাম্প্রতিক মাসগুলোতে প্রদর্শিত ইরানের ধরণের সুবিধাগুলির মধ্যে সর্বশেষ। যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিকূল বক্তব্যের পটভূমিতে প্রদর্শিত হয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল