ইরানের পশ্চিমে অবস্থিত কুর্দি অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর এই শহরে বিক্ষোভ শুরু হয় যা সমগ্র ইরানে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে, ইরানের দাঙ্গা পুলিশ কুর্দিস্তানের রাজধানী সানান্দাজে গুলি চালিয়েছে। এই অঞ্চলের প্রধান দুটি জ্বালানি শোধনাগারের শ্রমিকরা ১৬ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শামিল হয়েছে।
ইরান সরকার বারংবার বলছে মাসা আমিনির সঙ্গে খারাপ কিছু করা হয়নি। যদিও তার পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে মাসার মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর তেহরান থেকে কুর্দি তরুণী মাসা আমিনিকে আটক করে ইরানের নৈতিক পুলিশ। ‘যথাযথভাবে’ হিজাব না পরার কারণে তাকে কাস্টডিতে নেওয়া হয়। সেখান থেকে হাসপাতালে তিনদিন পর তার মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভে উত্তাল হয় সমগ্র ইরান। পুলিশ সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করে যাতে দুই শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল