আগামী ২০২৫ সালে ইরানে তৈরি যাত্রীবাহী প্লেন আকাশে উড়বে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি বাকশ সোমবার জানান, গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পরিবহন, শিল্প ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। তিনি জানান, দেশে তৈরি এসব বিমানে ৭২ থেকে ১৫০টি আসন থাকবে।
মোহাম্মাদি বাকশ সংবাদ সম্মেলনে বলেন, “আমি আশা করি আগামী ৩৬ মাসের মধ্যে ইরানে তৈরি যাত্রীবাহী প্লেন দেশের বিমান বহরের যুক্ত হবে।”
তবে ইরানের এ কর্মকর্তা জানান, স্বল্প সময়ের মধ্যে ১২ থেকে ১৭ আসনের ফ্লাইং ট্যাক্সি চালু করা হবে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানান, দেশটির কমপক্ষে ৫৫০টি যাত্রীবাহী প্লেন প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে নতুন কিংবা সেকেন্ড হ্যান্ড বিমান আনতে হবে। সে ক্ষেত্রে দেশে তৈরি বিমান দিয়ে বহরের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হতে পারে।
২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান বোয়িং এবং এয়ারবাস কোম্পানির কাছ থেকে কয়েকশ যাত্রীবাহী প্লেন কিনতে চেয়েছিল। কিন্তু এই কোম্পানি দুটি চুক্তি করার পরেও প্লেন সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। তারপর থেকে ইরান নিজস্ব প্রযুক্তিতে দেশেই যাত্রীবাহী প্লেন তৈরির কর্মসূচি জোরদার করেছে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/কালাম