ইরানে ফ্রান্সের পাঁচজন নাগরিক আটক আছেন। দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোনা মঙ্গলবার রেডিওতে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত সপ্তাহে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরানে বিক্ষোভের সময় পঞ্চম ফরাসি নাগরিককে আটক করা হয়েছে কিনা সেটা তারা যাচাই করে দেখছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হিজাবকাণ্ড নিয়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে উসকানির দায়ে ফ্রান্সের দুই নাগরিককে আটক করা হয়। এক ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির নৈতিক পুলিশ ২২ বছর বয়সী মাসাকে ‘বিধান মোতাবেক’ হিজাব না পরার জেরে আটক করে। মাসার পরিবারের অভিযোগ, কাস্টডিতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল