ইরানের নীতি পুলিশ ও উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ইরানজুড়ে চলা বিক্ষোভে সরকারি দমনপীড়নের পাল্টা ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা দিয়েছে লন্ডন।
কয়েক সপ্তাহ আগে ২২ বছরের কুর্দি তরুৎণী মাহসা আমিনি নীতি পুলিশের হেফাজতে মারা যান। তারপর থেকেই বিক্ষোভে উত্তাল ইরান। বিক্ষোভ দমনে ইরানি বাহিনী ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইরানের পুরো নীতি পুলিশ বাহিনীকেই নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সাথে দেশটির শীর্ষ কর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর ফলে ইরানের নীতি পুলিশের কেউ ব্রিটেনে ঢুকতে পারবে না। সাথে দেশটিতে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডাও ইরানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেসময় তেহরান বলেছিল, ইরানের উন্নয়নের টুটি চেপে ধরতেই পশ্চিমারা মিথ্যা দোষারোপ করে এমন নিষেধাজ্ঞা চাপাচ্ছে। যদিও নিষেধাজ্ঞায় কাবু হবে না ইরান এমন হুংকারই দিয়েছে তেহরান।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল