ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জানা যায়, ইউক্রেনের বিষয়ে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুর্কি প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন পুতিন ও এরদোগান।
গতকাল সোমবার তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শেষের দিকে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করতে পারেন।
গতকাল সোমবার সাংবাদিকদের পেসকোভ বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে তুরস্ক প্রস্তাব দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা প্রতিনিধিদের মধ্যে ইউক্রেনে যেন একটি বৈঠকের ব্যবস্থা করা হয়।
কাজাখস্তানের ইন্টারঅ্যাকশন এন্ড কনফিডেন্স-বিল্ডিং মেজার ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হবে।
এর আগে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন-এরদোগান।
ইউক্রেনে সাত মাসের দীর্ঘ সামরিক অভিযান নিয়ে পশ্চিম ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখনও বাড়ছে। ক্রিমিয়ার একটি রুশ-নির্মিত সেতুকে ক্ষতিগ্রস্ত করার প্রতিক্রিয়ায় গতকাল সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মস্কো।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন