ইউক্রেন অভিযানে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ এখও দেখা যায়নি বলেই দাবি করেছে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা জেরেমি ফ্লেমিং।
তবে দেশটির সরকারি যোগাযোগের প্রধান কার্যালয়ের (সিজিএইচকিউ) প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা পরমাণু অস্ত্রের ভয়াভবহতা নিয়েও সতর্ক করেছেন।
তার সংস্থা মূলত যুক্তরাজ্যের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ের সার্বিক দিকে নজর রাখে এবং পর্যালোচনা করে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতো করেই জেরেমি জানিয়েছেন, গোপনে কিংবা প্রকাশ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কোনো লক্ষণই আপাতত রাশিয়ার মধ্যে নেই।
তবে রেডিও ফোরের এক অনুষ্ঠানে এই গোয়েন্দা কর্মকর্তা পরমাণু অস্ত্র ব্যবহারের ফলাফল হবে ভয়াবহ বলেই সতর্ক করেছেন।
জেরেমি বলেন, ‘পরমাণু অস্ত্র নিয়ে যেকোনো আলোচনাই ভয়াভহ এবং এ বিষয়ে কথা বলার সময় কী বলছি সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল