অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তার সরকার রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বিবেচনা করবে।
বুধবার দেশটির গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
এর আগে গতকাল মঙ্গলবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। ফোনালাপে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় অস্ট্রেলিয়া আরও কী অবদান রাখতে পারে সে বিষয়ে আলোচনা করেন তারা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই’ ইউক্রেনের সামরিক কর্মীদের প্রশিক্ষণের কথা বিবেচনা করছি। রাশিয়ার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুকে ‘ভয়াবহ আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এটা শুধু ইউক্রেনের সার্বভৌমত্বের লড়াই নয়। এটি আন্তর্জাতিক আইনের শাসনের লড়াই, সার্বভৌম সীমানাকে সম্মান করা হবে কিনা তা নিয়ে এবং এই কারণেই রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সমর্থনে বিশ্ব একজোট হয়েছে।’
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন