অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারী ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরো এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত ইসরায়েলি সেনার নাম ইদো বারুক। তার বয়স ২১ বছর।
গতকাল মঙ্গলবার শাভেই শোমরন এলাকায় ইদো বারুককে দু’জন বন্দুকধারী গাড়ি থেকে নেমে গুলি করে হত্যা করেন।
ফিলিস্তিনি যোদ্ধারা নিজেদেরকে ‘দি লায়ন্স ডেন’ বলে পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
এই গ্রুপ এক বিবৃতিতে বলেছে, "নাবলুস শহরের পশ্চিমে ডেইরি শারাফ এলাকায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দ্বিতীয় সেনাকে হত্যার কথা আমরা ঘোষণা করছি।"
এর তিন দিন আগে পশ্চিম তীরের শুয়াফাত শরণার্থী শিবিরের কাছে আঠারো বছর বয়সী ইসরায়েলি আরেক সেনাকে ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছেন।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন