রাশিয়ার হামলা রুখতে ইউক্রেন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে। বুধবার একথা বলেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।
তিনি বলেন, কীভাবে ইউক্রেনকে আরও সহায়তা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি। এখন প্রধান প্রাধ্যানের বিষয় হলো ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা।
ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউক্রেনের নানা অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এই অবস্থায় ন্যাটো মনে করছে, পশ্চিমাদের উচিত ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার এখানেই শেষ নয়। ইউক্রেন ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড অব্যাহত রাখলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সামনের দিনগুলোতে।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল