কুর্দি তরুণী মাহসা আমিনি নীতি পুলিশের হেফাজতে মৃত্যুর পর ইরানজুড়েই সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চার সপ্তাহ ধরে সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বিক্ষোভকারী ও সরকারি বাহিনীর হামলায় ১০৮ জন নিহত হয়েছেন।
অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য দিয়েছে। সংগঠনটির দাবি, এছাড়াও ইরানের নিরাপত্তা বাহিনী সিস্তান-বালুচিস্তান প্রদেশে আলাদা ঘটনায় ৯৩ জনকে হত্যা করেছে।
ইরানের নীতি পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর ইরানের নানা প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর সিস্তান-বালুচিস্তানে পুলিশ কর্তৃক এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ায় ৩০ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয়।
মানবাধিকার সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদাম বুধবার বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদাদের উচিত কুর্দিস্তানে পরবর্তী হত্যাকাণ্ড ঠেকাতে ব্যবস্থা নেওয়া।’
সংস্থাটির দেওয়া হিসেব মতে, হিজাব-বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় মাজানদারান প্রদেশে মারা গেছে ২৮ জন। কুর্দিস্তানে ১৪, গিলান ও পশ্চিম আজারবাইজানে ১২ জন এবং তেহরানে ১১ জন।
এছাড়া নিরাপত্তা বাহিনী কয়েশ’ মানুষকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে নারী ও শিশুরাও আছেন।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল