রাশিয়া ইউরোপীয় দেশগুলোতে নর্ড স্ট্রিম-২ গ্যাসলাইন দিয়ে গ্যাস দিতে চায়। বুধবার এক কর্মসূচিতে প্রেসিডেন্ট পুতিন এই তথ্য জানান। ভ্লাদিমির পুতিন বলেন, নর্ড স্ট্রিম-২ গ্যাসলাইন চালু আছে। রাশিয়া এটা দিয়ে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। এখন এটা দিয়ে গ্যাস নেবে কিনা সেটা ইইউর সিদ্ধান্ত, বল এখন ইইউর কোর্টে।
তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জার্মানি নর্ডস্ট্রিম-২ পাইপলাইন দিয়ে গ্যাস নিতে অস্বীকৃতি জানিয়েছে। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়া চাইলে নর্ড স্ট্রিম-১ চালু করতে পারে।
উল্লেখ্য, পাইপলাইনে লিকের কথা জানিয়ে গত কয়েক সপ্তাহ নর্ড স্ট্রিম-১ লাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। গ্যাসলাইনে লিকের জন্য মস্কো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডকে দায়ী করেছে। তবে পশ্চিমা দেশগুলো উল্টো রাশিয়াকে অভিযুক্ত করেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপে গ্যাস দিতে রাশিয়া নর্ড স্ট্রিম-২ লাইন নির্মাণ করেছে। তবে ইউক্রেনে হামলা শুরুর আগে জার্মানি এই গ্যাস লাইনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল