ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি আলোচনা প্রত্যাখান নিয়ে কথা বলেছেন ক্রেমলিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ইউসাকোভ। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আমি বলব, শান্তি আলোচনাকে কখনো, ‘কখনো না’ বলো না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রত্যাখান করেন। এ নিয়ে এক সরকারি আদেশেও (ডিক্রি) স্বাক্ষর করেন তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো আলোচনা হবে না। তবে আন্তর্জাতিক আইন মানলে ভবিষ্যতে রাশিয়ার ভিন্ন কোনো প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর প্রেসিডেন্ট জেলেনস্কি একাধিকবার পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। তবে পুতিন জেলেনস্কির সঙ্গে বসতে রাজি হননি। এখন জেলেনস্কি বলছেন, পুতিনের সঙ্গে তিনি কোনো ধরনের আলোচনা চান না। রাশিয়ার সঙ্গে তাদের সমস্যা সমাধানের একমাত্র পথ ‘স্বাধীনতা’। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল