রাশিয়া পারমাণবিক হামলা করলে ‘সংঘাতের গতি পরিবর্তন হবে’ বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্যদের বৈঠকের পূর্বে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র হামলা করলে ন্যাটো থেকে স্বয়ংক্রিয় জবাবের দাবি উঠবে।
সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো রক্ষায় হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন তিনি। এরপর বিশ্ব নেতারা পুতিনের পরমাণু অস্ত্রের ‘সম্ভাব্য ব্যবহার’ নিয়ে আলোচনা শুরু করেন।
বুধবার এ ইস্যুতে সাংবাদিকদের পশ্চিমা সামরিক জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ন্যাটো থেকে স্বয়ংক্রিয় (ফিজিক্যাল রেসপন্স) জবাবের প্রয়োজন তৈরি হবে।’
কিছু বিশ্লেষক বলছেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘ধাপ্পাবাজি’ নয়। আবার কিছু বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পুতিন পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল