ভেনেজুয়েলার কিছু অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই লক্ষ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একটি পরিকল্পনায় পৌঁছাতে পেরেছে।
আশা করা হচ্ছে, এই চুক্তি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের ওপর চাপ কমাবে।
এই পদক্ষেপের আওতায় ২৪ হাজার অভিবাসীকে বিমানে করে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। গেল পাঁচ বছরে অর্থনৈতিক সঙ্কটে ভোগা ভেনেজুয়েলা ছেড়েছে ৬০ লাখ মানুষ।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভেনেজুয়েলার অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকো সীমান্তে হাজির হয়। তারা দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে অথবা রাজনৈতিক আশ্রয় দাবি করে।
তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ২৪ হাজার ভেনেজুয়েলান অভিবাসী যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাচ্ছে। আর এই অভিবাসীরা ২ বছর যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল