ইউক্রেনের দোনবাস অঞ্চলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেন, আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা দিচ্ছি। কঠিন এই সময়ে ওই পরিবারের গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। এর থেকে বেশি তথ্য আপাতত তাদের জানানোর নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই নাগরিকের মৃত্যুর কারণ উল্লেখ করেনি। সিএনএন বলছে, তারা মৃতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর বেশ কয়েজন যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ ইউক্রেনে স্বেচ্ছাসেবী হিসেবে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল