আগ্রাসী ইসরায়েলের জবরদখল থেকে গোটা অধিকৃত ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলনে অটল ও অবিচল থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে বহিষ্কার করার ১৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছে হামাস।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে দখলদারদের বের করে না দেয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলমান থাকবে। ইহুদিবাদী ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। ওই যুদ্ধে গোটা পশ্চিমা বিশ্ব তেল আবিবকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল।
দখলদার ইসরায়েল ২০০৫ সালে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নিলেও ২০০৭ সাল থেকে ওই উপত্যকার ওপর পানি, স্থল ও আকাশপথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। গাজা বর্তমানে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবে বিবেচিত।
গাজার ওপর ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার যে বিশাল ক্ষতি হয়েছে তা গত জুন মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারীর দপ্তর ওসিএইচএ প্রকাশ করেছে। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় ২১ লাখ অধিবাসী অবশিষ্ট ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন অবস্থায় রয়েছে। প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এবং দারিদ্র চরম আকার ধারণ করেছে। হামাস এ অবস্থার নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার ওপর অবরোধের ব্যাপারেও ফিলিস্তিনিরা নীরব থাকবে না।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক