ইউক্রেন ২০ জন বন্দী রুশ সেনাকে মুক্তি দিয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, সমঝোতার অংশ হিসেবে ২০ জন রুশ সেনাকে বন্দীদশা থেকে ছেড়ে দিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ২০ সেনা দেশে ফিরেছে। মুক্ত সেনাদের প্রয়োজনীয় মানসিক এবং মেডিকেল সহায়তা প্রদান করা হচ্ছে। তবে কী সমঝোতার ফলে রুশ সেনাদের ইউক্রেন ছেড়ে দিল বিবৃতিতে সেটা স্পষ্ট করা হয়নি।
বিডিপ্রতিদিন/ কবিরুল