বোমাতঙ্ক ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন দিয়ে জানায়, মস্কো থেকে দিল্লিগামী এসউই ২৩২ বিমানে বোমা রয়েছে। এই খবের স্বাভাবিকভাবেই আতঙ্ক দেখা দেয় বিমানবন্দর চত্বরে। সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়। এয়ারপোর্টে মোতায়েন নিরাপত্তারক্ষীরা আরও কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে। খবর পেয়ে সেকানে দ্রুত ছুটে যান দিল্লি পুলিশের সিনিয়র কর্মকর্তারা। খবর পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও।
এরপর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ মস্কো থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ২৯ নম্বর রানওয়েতে ল্যান্ড করানো হয়। সেটিতে ছিলেন ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু। তাদের সকলকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর ওই বিমানে শুরু হয় চিরুনি তল্লাশি। যদিও বিমানের ভিতর থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলে জানা গেছে।
তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যে নম্বর থেকে ফোন এসেছিল এবং সেটি কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে ভারতীয় পুলিশ। সূত্র: দ্য ইকোনমিক টাইমস, এএনআই, আউটলুক ইন্ডিয়া
বিডি প্রতিদিন/কালাম