অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তিনটি এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির বিভিন্ন অংশে অক্টোবরের মধ্যে গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত হয়েছে তিন গুণেরও বেশি। বন্যাকবলিত হয়ে পড়েছে অন্তত পাঁচশ ঘর-বাড়ি। অস্ট্রেলিয়াজুড়ে লা নিনার প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে এ বছর। চলতি বছর ২০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া। এ সপ্তাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বৃষ্টির কারণে। রাজ্যটির রাজধানী মেলবোর্নসহ বেশ কয়েকটি এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, বন্যায় প্লাবিত বাড়িঘরের সংখ্যা আরও বাড়বে। এটিকে কয়েক দশকের মধ্যে রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে তিনি আরও বলেন, এটি কেবল শুরু।
বন্যার কারণে রাস্তাঘাট ডুবে গেছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় তিন হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ